ঢাকা-২: নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

আহত নাজমুলকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমানের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে আমিনবাজার মরিচারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের ছোট ভাই আবু বক্কর দ্য ডেইলি স্টারকে বলেন, 'মরিচারটেক এলাকার বিভিন্ন স্থানে নৌকার সমর্থকরা আমাদের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে দেয়। বিষয়টি জানার পর আমাদের কর্মী মো. নাজমুল এর প্রতিবাদ করেন।'

'পরে আজ দুপুরে মরিচারটেকের উত্তরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে নৌকার সমর্থক দুলাল ব্যাপারী, মজিবর রহমান, মো. ফটিক ও মো. রহিমের নেতৃত্বে আমাদের কর্মী নাজমুল হোসেনকে মারধর করা হয়,' যোগ করেন তিনি।

নাজমুলকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন মনিটরিং টিম বিষয়টি নিয়ে কাজ করছে।'

Comments