২০২৪ সালের সূচি

নতুন বছরে রেকর্ড পরিমাণ টেস্ট খেলবে বাংলাদেশ 

Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৪ সালকে বলা হচ্ছে টি-টোয়েন্টির বছর। জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হতে যাওয়া সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ ঘিরে পরিকল্পনা সাজাবে সব দলই। তবে টি-টোয়েন্টির বছরে বাংলাদেশ টেস্টে গড়তে যাচ্ছে রেকর্ড। এই বছরে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি টেস্ট খেলার সুযোগ পাবে লাল সবুজের প্রতিনিধিরা। 

আইসিসির ভবিষৎ সূচি প্রোগ্রামে ২০২৪ সালে সাত দলের বিপক্ষে ১৪টি টেস্ট ম্যাচ আছে বাংলাদেশের। এর আগে কোন বছরই এত বেশি টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। ২০২২ সালে খেলেছিল ১০ টেস্ট। এর বাইরে এক পঞ্জিকা বর্ষে দুই অঙ্কের ঘরে টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানদের।  

আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন বছরের আন্তর্জাতিক ক্রিকেট। ওই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে। ঘরের মাঠে সিরিজ আছে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরের বাইরে গিয়ে খেলবে আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট খেলবে কেবল ইংল্যান্ড ও ভারত। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও নতুন বছরে ১৭টি টি-টোয়েন্টির সূচি আছে বাংলাদেশের। বাংলাদেশ সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলেছিল ২০২২ সালে, ২৭টি। তবে নতুন বছরে বাংলাদেশের ওয়ানডের সংখ্যা খুবই কম। ২০২৩ সালে যেখানে ৩২টি ওয়ানডে খেলেছিল, ২০২৪ সালে সেখানে আছে স্রেফ ৯ ম্যাচ। 

মাস প্রতিপক্ষ/টুর্নামেন্ট ম্যাচ হোম/অ্যাওয়ে
মার্চ শ্রীলঙ্কা ২ টেস্ট, তিনটা করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হোম
এপ্রিল জিম্বাবুয়ে ২ টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি হোম
জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নির্ধারিত হয়নি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
জুলাই আফগানিস্তান ২ টেস্ট, তিনটা করে ওয়ানডে ও টি-টোয়েন্টি অ্যাওয়ে
অগাস্ট-সেপ্টেম্বর পাকিস্তান ২ টেস্ট অ্যাওয়ে
সেপ্টেম্বর-অক্টোবর ভারত ২টেস্ট, ৩টি-টোয়েন্টি অ্যাওয়ে
অক্টোবর-নভেম্বর দক্ষিণ আফ্রিকা ২ টেস্ট হোম
নভেম্বর-ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ ২ টেস্ট, তিনটা করে ওয়ানডে ও টি-টোয়েন্টি অ্যাওয়ে

 

Comments

The Daily Star  | English

Garment exports drop 12% in Q4

US trade measures and the NBR strike weighed on shipments

1h ago