ফরিদপুর-৩: শামীম হকের প্রার্থিতা বাতিলের শুনানি ‘১ সপ্তাহ পর’

সময় চেয়ে শামীম হকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ আদেশ দেন
শামীম হক। ছবি: সংগৃহীত

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

সময় চেয়ে শামীম হকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক—এমন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে গত ৮ ডিসেম্বর আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। ১৫ ডিসেম্বর শামীমের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

১৮ ডিসেম্বর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে শামীমের করা রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

পরদিন ১৯ ডিসেম্বর শামীম হকের প্রার্থিতা বাতিল করা হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন আদালত।

পরে গত ২১ ডিসেম্বর আইনজীবীর মাধ্যমে আপিল বিভাগে এ কে আজাদ তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেন। সেদিন আবেদনের শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত।

 

Comments

The Daily Star  | English

Iran's Red Crescent chief says Raisi's helicopter found, situation 'not good'

The chief of Iran's Red Crescent said Monday that the missing helicopter which was carrying President Ebrahim Raisi had been found but the situation was "not good"

8m ago