আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

সকালে ঘনকুয়াশা কেটে যাওয়ার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু হয়। ছবি: স্টার

ঘনকুয়াশার কারণে সোয়া ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট ও সোয়া ৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, 'নৌপথের দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টায় আরিচা-কাজিরহাট নৌপথে এবং দেড়টায় পাটুরিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে করে মানিকগঞ্জের আরিচা ঘাট ও পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকা পড়ে যাত্রী ও যানবাহনের চালক-সহযোগীরা। একই অবস্থার সৃষ্টি হয় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে।'

ঘনকুয়াশা কেটে গেলে আজ বুধবার সকাল পৌনে ১০টায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয় বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

7h ago