সর্বনিম্ন রিচার্জের পরিমাণ নির্ধারণের পরিকল্পনা বিটিআরসির

বিটিআরসি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, সর্বনিম্ন রিচার্জের সীমা,
ফাইল ফটো

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইলে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ নির্ধারণের পরিকল্পনা করছে।

গ্রামীণফোন সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করার সিদ্ধান্ত থেকে সরে আসার একদিন পর বিটিআরসি এই সিদ্ধান্ত নিয়েছে।

বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ইতোমধ্যে অপারেটরদের সঙ্গ বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং তারা আমাদের প্রস্তাব পাঠাবে।'

তিনি আরও বলেন, 'তাদের প্রস্তাবগুলো মূল্যায়নের মাধ্যমে কমিশন সর্বনিম্ন রিচার্জের পরিমাণ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।'

বিটিআরসির এক কর্মকর্তা বলেন, গ্রাহকদের স্বার্থ রক্ষার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গ্রামীণফোন সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। গ্রাহকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান

গ্রামীণফোন জানিয়েছে, আমরা এখনো এই সিদ্ধান্ত কার্যকর করিনি। বিষয়টি নিয়ে বিটিআরসির সঙ্গে কথা বলছে। তাদের পরবর্তী সিদ্ধান্ত সেই আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে

গতকাল ঢাকায় মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক ডেকে আলোচনা করেছে বিটিআরসি। বৈঠকে বিটিআরসি অপারেটরদের এখনই সর্বনিম্ন রিচার্জের পরিমাণ না বাড়ানোর আহ্বান জানিয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক অপারেটরগুলোর কর্মকর্তারা বলছেন, বিটিআরসি সর্বনিম্ন রিচার্জের পরিমাণ নির্ধারণ করলে তা হবে নজিরবিহীন সিদ্ধান্ত।

একটি অপারেটরের এক শীর্ষ কর্মকর্তা মনে করেন, 'সর্বনিম্ন রিচার্জ বিশ্বের কোথাও নিয়ন্ত্রিত হয় না। তাই বিটিআরসির হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের অভিপ্রায় বিপরীতমুখী হবে। এটি মাইক্রো ম্যানেজমেন্টের লক্ষণ।'

অপারেটরদের ভাষ্য, খুব কম গ্রাহক আছে যারা ৩০ টাকার কম রিচার্জ করেন। সুতরাং, বৃহত্তর গ্রাহক সংখ্যার জন্য সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৩০ টাকা নির্ধারণের কোনো প্রভাব পড়বে না।

তারা আরও বলেন, প্রতিবেশী দেশ ভারতে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ৮০ টাকা থেকে ১৫৫ টাকা পর্যন্ত। বিটিআরসির উচিত তখনই হস্তক্ষেপ করা, যখন বাজারে ব্যর্থতা দেখা দেবে। অন্যথায় এ ধরনের হস্তক্ষেপ বাজার ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে।

তবে কিছু গ্রাহক জানান, আর্থিকভাবে অসচ্ছল অনেকেই ২০ টাকা রিচার্জ করেন। সর্বনিম্ন রিচার্জের পরিমাণ বাড়ানো হলে তারা সমস্যায় পড়বেন।

Comments

The Daily Star  | English

Gazipur Police Commissioner Nazmul Karim withdrawn

He was withdrawn in the face of a controversy over closing one lane of a highway while travelling from Dhaka to his workplace

1h ago