শিক্ষা

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি, তবুও স্কুল খোলা

আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর শহরের শাঁখারী পট্টি শের-এ-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা। শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। ছবিটি আজ সকাল ১১টার দিকে তোলা। ছবি: স্টার

আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।

তা সত্ত্বেও দিনাজপুরে স্কুল খোলা। শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম।

আমাদের দিনাজপুর সংবাদদাতা স্থানীয় কয়েকটি স্কুল পরিদর্শন করে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দিনাজপুরের সব স্কুলই খোলা। আজ সকাল ১১টার দিকে শহরের ঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাঁখারী পট্টি শের-এ-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিনাজপুর জিলা স্কুলে গিয়ে খোলা থাকতে দেখা গেছে।

দিনাজপুরের জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেলে স্কুল বন্ধ রাখার নির্দেশনা আমরা পেয়েছি। তাপমাত্রা সকালের দিকে কম থাকে, তবে পরে বেড়ে যায়। তাই আমরা এখনো স্কুল বন্ধের নির্দেশ দিইনি। এখন আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলব। তারা যদি বলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে, তাহলে আমরা স্কুল বন্ধ রাখব।' 

 

Comments

The Daily Star  | English
intellectual freedom on US campuses

Column by Mahfuz Anam: End of academic freedom on US campuses?

The passage of Antisemitism Awareness Act is the most direct attack on the principles and values of the First Amendment in the US.

11h ago