আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ: মন্দিরা

আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ: মন্দিরা
মন্দিরা চক্রবর্তী। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'কাজল রেখা' সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী। নতুন বছরে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। 'নীলচক্র' নামের সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান।

মন্দিরা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ। তার অভিনয়ের ভীষণ ভক্ত আমি। নায়ক হিসেবে তিনি ভীষণ প্রিয়। এখন তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছি। খুব ভালো লাগছে।'

'অভিনয় জীবনের স্মরণীয় হয়ে থাকবে নীলচক্র সিনেমায় কাজ করাটা। পরিচালকও খুব সহযোগিতা করছেন। অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানাচ্ছেন। আমার বিশ্বাস নীলচক্র ভালো একটি সিনেমা হবে', বলেন তিনি।

আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ: মন্দিরা
মন্দিরা চক্রবর্তী। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

শুটিং সেটে আরিফিন শুভ কতটা সহযোগিতা করছেন, জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, 'ভীষণ রকমের সহযোগিতা করছেন, যা চিন্তাও করিনি। একজন সহশিল্পী কিংবা সিনিয়র শিল্পীর কাছ থেকে সহযোগিতা পাওয়া মানে অনেক বড় বিষয়।'

নীলচক্র সিনেমায় অভিনয় করা নিয়ে মন্দিরা বলেন, 'এই সিনেমায় অভিনয় করে অনেক ভালো লাগছে। এভাবেই সিনেমায় নিয়মিতভাবে অভিনয় করে যেতে চাই। সিনেমা শিল্পের একজন হতে চাই। দর্শকদের প্রিয় একজন হতে চাই।'

নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, দর্শকরা আমাকে একজন কথক নাচের শিল্পী হিসেবে দেখবেন। আসলে নীলচক্র সিনেমার গল্পটাও দারুণ।'

আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ: মন্দিরা
মন্দিরা চক্রবর্তী। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

'কাজল রেখা' সিনেমা কবে মুক্তি পাচ্ছে? জানতে চাইলে মন্দিরা বলেন, 'এটা পরিচালক বললে ভালো হয়। পরিচালকের প্রতি আমার গভীর বিশ্বাস আছে। যেকোনো ভালো সময় দেখেই তিনি রিলিজ দেবেন।'

'কাজল রেখা' নিয়ে তিনি আরও বলেন, 'এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছি। অনেক স্বপ্নের চরিত্র এটি। সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে সিনেমাটি। অভিনয় করে আমি হ্যাপি। তা ছাড়া এত বড় একজন পরিচালকের সঙ্গে কাজল রেখার মতো সিনেমা করাটাও আমার ক্যারিয়ারের জন্য প্লাস হয়ে থাকবে।'

সবশেষে মন্দিরা বলেন, 'অভিনয় করে যেতে চাই। ভালো ভালো সিনেমায় নিজেকে দেখতে চাই। আমার বিশ্বাস, ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই ভালো অভিনয় উপহার দিতে পারব।'

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

2h ago