৬ জেলায় শৈত্যপ্রবাহ, উত্তর-উত্তরপূর্বাঞ্চলে কমতে পারে রাতের তাপমাত্রা

৬ জেলায় শৈত্যপ্রবাহ, উত্তর-উত্তরপূর্বাঞ্চলে কমতে পারে রাতের তাপমাত্রা
কুয়াশাচ্ছন্ন সকালে রিকশায় বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছেন এক অভিভাবক | ছবি: শেখ এনামুল হক/স্টার

রাজশাহী, পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ রোববার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

অর্থাৎ এসব জেলার তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

এদিন কিশোরগঞ্জের নিকলী ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি ও কুড়িগ্রামের রাজারহাটে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুসারে, এসব জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা আজ কিছুটা বেড়ে ১৪ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে আরও জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত আচ্ছন্ন থাকতে পারে।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago