কুলাউড়ায় পুকুর থেকে ৪ বছরের যমজ শিশুর মরদেহ উদ্ধার

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক পুকুর থেকে ৪ বছর বয়সী যমজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকালে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত রাদিয়ান আহমদ ও রাইয়ান আহমদ ওই গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে।

বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাচ্চু মিয়া আজ ভোরে স্ত্রী ও সন্তানদের ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনের পুকুরে তার দুই সন্তানকে পাওয়া যায়। পরিবারের সদস্যদের নিয়ে শিশুদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'

শিশুদের চাচা বাদশা মিয়া ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোরে হঠাৎ চিৎকারে ওই পাড়ার বাসিন্দাদের ঘুম ভাঙে। তারা শিশুদের মায়ের বাড়িতে গিয়ে জানতে পারেন, যমজ শিশুদের পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে প্রথমে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে একই ডোবায় অপর প্রান্তে অপর শিশুর মরদেহ পাওয়া যায়।'

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।'

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

53m ago