অর্ধশতাধিক শিক্ষার্থীসহ উল্টে গেছে পিকনিকের বাস, আহত অন্তত ১০
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি স্কুলের বার্ষিক বনভোজনের বাস অর্ধশতাধিক শিক্ষার্থীসহ উল্টে গেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই শ্রীপুরের আলহাজ্ব নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি মকবুল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বিদ্যালয়ের ২৮০ শিক্ষার্থীকে নিয়ে ৪টি বাসে বার্ষিক বনভোজনে মানিকগঞ্জের সাটুরিয়ায় যান শিক্ষকরা।
ফেরার পথে ধামরাইয়ের জয়পুরা এলাকায় পিকনিকের একটি বাসের সামনে একটি গাড়ি হঠাৎ থেমে যায়। এ সময় চালক হার্ড ব্রেক করলে বাসটি উল্টে যায়।
শিক্ষার্থীদের সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক আছেন এবং তার সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে মকবুল হোসেন বলেন, 'প্রধান শিক্ষক বলেছেন যে শিক্ষার্থীরা এখনো ঘটনাস্থলে আছে। অভিভাবকদের কাছ থেকে অনেক ফোন আসছে।'
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ সরকারকে টেলিফোন করা হলে তিনি ডেইলি স্টারকে বলেন, 'বাস উল্টে গিয়ে আমাদের ১০ শিক্ষার্থী আহত হয়েছে। কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি। আহত শিক্ষার্থীসহ ওই বাসের সব শিক্ষার্থীদের অন্য বাসে উঠিয়ে আমরা শ্রীপুর ফিরে আসছি।'
জানতে চাইলে শ্রীপুরের মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার ইসমাইল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'আমরা এখনো এ দুর্ঘটনার খবর পাইনি।'
Comments