‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিশু গড়ে তুলতে হবে’
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিশু গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী রিমি বলেন, 'আমাদের নতুন করে ভাবতে হবে, নতুন পথরেখা তৈরি করতে হবে এবং মানবিক গুণাবলি জাগ্রত করতে হবে।'
এ অনুষ্ঠানে তিনি শিশুদের সমন্বিত ইসিডি সেবা দিতে ২৭১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে 'সমাজভিত্তিক সমন্বিত শিশু-যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান প্রকল্পের' ব্রিজিং লিডারশিপ ইনিশিয়েটিভের উদ্বোধন করেন।
প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, 'এই প্রকল্পটি যেমন কমিউনিটি পর্যায়ে নারীদের কর্মসংস্থান গড়ে তুলবে। তেমনি শিশুদের মানসিক ও শারিরীকভাবে গড়ে তুলতে সহায়তা করবে।'
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনারগোস গ্লোবালের প্রতিষ্ঠাতা ও চেয়ার পেগি ডুলানি।
সমাজভিত্তিক সমন্বিত শিশু-যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার প্রকল্পটি শুরু হয় ২০২২ সালের ১ জানুয়ারি এবং শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর।
প্রকল্পের মূল উদ্দেশ্য শিশুর প্রারম্ভিক বিকাশ, শিক্ষা এবং যত্ন প্রদান নিশ্চিতকরণের মাধ্যমে সার্বিক বিকাশ, নিরাপত্তা, সুরক্ষা এবং মৃত্যুঝুঁকি হ্রাস করা।
প্রকল্প-ব্যয়ের মধ্যে ২১৭ কোটি ৬১ লাখ টাকা দিচ্ছে সরকার এবং ইউনিসেফ ব্যয় করবে ৫৪ কোটি ২১ লাখ টাকা।
Comments