সাকিব বললেন, ‘চোখের কোন সমস্যা নেই’

Shakib Al Hasan

'চোখের জন্য আপনার ব্যাট করতে সমস্যা হচ্ছে…', প্রশ্নকর্তাকে থামিয়ে ভড়কে দিয়ে সাকিব আল হাসান বলে উঠলেন, 'আপনাকে কে বলেছে চোখের জন্য সমস্যা হচ্ছে?' সাকিবের চোখে এক ধরণের সমস্যা যে হচ্ছে সেটা অবশ্য বিসিবিই বিবৃতিত দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সাকিবকে এক পর্যায়ে সেটা জানানোও হলো। এই তারকা অবশ্য বললেন, তার চোখে কোন সমস্যা নেই। তবে ব্যাট করতে কেন সমস্যা হচ্ছে সেটা খুঁজে পাচ্ছেন না।

এবার বিপিএল শুরুর আগে লন্ডনে চোখের চিকিৎসা করাতে যান সাকিব। বিপিএলে এক ম্যাচ খেলেই যান সিঙ্গাপুরে। এক ম্যাচে তাকে পায়নি দল। ফিরে এসে খেলতে থাকলেও কেবল বোলার হিসেবে দেখা যাচ্ছিল তাকে। শুরুতে ব্যাট করেছেন আটে, পরে এক ম্যাচে ৯ জন আউট হলেও তিনি ব্যাট করতে নামেননি।  শনিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চার নম্বরে নেমেছিলেন। প্রথম বলেই কোন রান না করে ফিরে যান।

উপরে ব্যাট করতে নামলেও স্বস্তি ফেরা নির্ভর করছে রান পাওয়ার উপর, 'এটা তো বলা মুশকিল। রান যত করব স্বস্তির জায়গা বাড়বে। রান যতক্ষণ না করছি, ওই ছন্দটাও আসবে না, স্বস্তির জায়গাও থাকবে না। এটা খুবই স্বাভাবিক।'

পুরো সংবাদ সম্মেলন জুড়ে বেশিরভাগ প্রশ্ন হলো তার চোখ নিয়ে। বর্তমানে যে সমস্যায় তিনি ভুগছেন সেটা ঠিক হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। তবে এই সমস্যাটা যে এত গুরুতর কিছুও না তাও জানালেন প্রশ্নকর্তার দিকে ইঙ্গিত করে, 'জানি না আমার ধারণা নাই যে এটা কখনো ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর এই যে বারবার চোখ, চোখ বলছেন চোখের কোন সমস্যা নাই। আপনি চশমা পরে যা দেখেন, চশমা না পরে আপনার চেয়ে ভালো দেখি। কী সমস্যা আছে সেটা খোঁজার চেষ্টা করছি।'

চোখে কোন সমস্যা নাই তাহলে কোন কারণে ব্যাট করতে ভুগছেন তিনি? এই উত্তর সাকিবেরও অজানা,  'এটাই তো আমি খুঁজতেছি। আমি বের করার চেষ্টা করছি। বাকিরাও চেষ্টা করছে।'

বিসিবি বিবৃতিতে জানিয়েছিল নানান পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পর নিশ্চিত হওয়া গেছে যে,  সাকিব ভুগছেন 'এক্ট্রাফোভিয়াল সেন্ট্রাল সেরিওস কোরিওরেটিনোপ্যাথি' বা সিএসআর নামক সমস্যায়। এই ধরণের সমস্যা মানসিক চাপের কারণেও হতে পারে বলে বলেন কোন কোন বিশেষজ্ঞ। সাকিবও তার মানসিক চাপের বিষয় উড়িয়ে দেননি,  'এটা তো আপনার একটা ভালো প্রশ্ন যে বেড়ে যাচ্ছে কিনা। মাঝে মাঝে আমারও চিন্তা হয় এটা করলে বেশি হয়ে যাচ্ছে কিনা।'

তবে নিজের দল, শৈশবের কোচ সবার সহযোগিতা পাচ্ছে। আপাতত চেষ্টা করে দেখে যেতে চান নিজের পরিস্থিতি,  'আমার এখনো ভাবনা নাই, চেষ্টা করছি। চেষ্টাটা শেষ করে নেই।'

অলরাউন্ডার হয়েও কেবল বোলার হিসেবে খেলায় রংপুরকে পুরোটা দিতে পারছেন না। তবু রংপুর রাইডার্স যেভাবে তার পাশে আছে তাতে তাদের কৃতজ্ঞতা জানান তিনি, 'জীবনে কখনো এরকম করিনি। একটা দিক নিয়ে খেলতে হচ্ছে। রংপুর রাইডার্সকে ধন্যবাদ। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল আমি অর্ধেক করতে পারছি। তবু তারা যে সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এরকম ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি গর্বিত।'

বিপিএল খেলতে পারলেও এই অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট খেলা যে কঠিন সাকিবের কথায় মিলেছে সেই আভাস। বিপিএলের পর পরই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ আছে বাংলাদেশের। এখনো তিন সংস্করণের অধিনায়ক থাকা সাকিব সেই সিরিজ খেলবেন কিনা, খেললেও অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে বোর্ডের সঙ্গে হবে তার আলোচনা।

Comments

The Daily Star  | English

How Dhaka’s rickshaw pullers bear a hidden health toll

At dawn, when Dhaka is just beginning to stir, thousands of rickshaw pullers set off on their daily grind.

17h ago