টঙ্গীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ: নিহত অটোরিকশা চালককে ক্ষতিপূরণ দেবে গাসিক

‘সিটি করপোরেশনের ময়লার ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় নিহত অটোরিকশা চালকের পরিবার নিয়ম অনুযায়ী সিটি করপোরেশন থেকে ক্ষতিপূরণ পাবেন।’
সিটি করপোরেশনের ময়লার ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

সিটি করপোরেশনের ময়লার ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় নিহত অটোরিকশা চালককে ক্ষতিপূরণ দেবে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)।

আজ সোমবার ভোররাত ১টার দিকে টঙ্গী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার এসআই বিপ্লব সাহা দ্য ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় নিহত হয়েছেন নবীন হোসেন (১৮)। তিনি মধুমিতা এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

আজ বিকেল ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিটি করপোরেশনের ময়লার ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় নিহত অটোরিকশা চালকের পরিবার নিয়ম অনুযায়ী সিটি করপোরেশন থেকে ক্ষতিপূরণ পাবেন।'

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাকের সংঘর্ষ হয়। ট্রেনটি টঙ্গী বউবাজার এলাকার মধুমিতা রেলগেটে পৌঁছালে সেখানে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ময়লার ট্রাকের চাপায় অটোরিকশা চালক নবীন নিহত হন।

টঙ্গী রেলস্টেশন মাস্টার রাকিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিটি করপোরেশনের ময়লার ট্রাকটি রেললাইন সীমানায় দাঁড়িয়ে থাকায় ট্রেন এসেই এর সঙ্গে ধাক্কা খায়। এতে ময়লার ট্রাকটি ছিটকে অটোরিকশা ওপরে পড়ে এবং ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারা যান।'

Comments