ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭
আজ শুক্রবার সকালে ময়মনসিংহ সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হন | ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিহত সাতজন অটোরিকশার চালক ও যাত্রী।

আনোয়ার হোসেন বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। ফায়ার সর্ভিসের সদস্যরাও আছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। আমরা এখনো তাদের পরিচয় জানতে পারিনি। গাড়িটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।'

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago