বরিশাল

নানা আয়োজনে জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

নাচ, গান ও কবিতা আবৃতির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে জীবনানন্দ দাশকে। ছবি: টিটু দাস/স্টার

বরিশালে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে আজ শনিবার সকালে কবির জন্মভিটায় জীবনানন্দ লাইব্রেরীতে স্থাপিত কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘের সদস্যরা। পরে আলোচনা, কবিতা আবৃতির মধ্য দিয়ে জীবনানন্দ দাশকে স্মরণ করেন তারা। 

এসময় শিশুসাহিত্যিক তপংকর চক্রবর্তী, দীপংকর চক্রবর্তী, বিমল চক্রবর্তী ও নজরুল হক নীলু প্রমুখ বক্তব্য রাখেন।

এর পরপরই সরকারি ব্রজমোহন কলেজে তিন দিনব্যাপী 'জীবনানন্দ মেলা'র উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ এ এস এম কাইয়ুম উদ্দিন আহম্মেদ। পরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

মায়ের সঙ্গে জীবনানন্দ মেলায় এসেছে ক্ষুদে এই পাঠক। ছবি: টিটু দাস/স্টার

উত্তরণ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত তিন দিনের এই মেলায় আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রয়েছে।   

এদিকে, বরিশাল ব্রজমোহন স্কুলে প্রথমবারের মতো জীবনানন্দ দাশের পাঁচটি কবিতা থেকে গান পরিবেশিত হতে যাচ্ছে। একইসঙ্গে রয়েছে জীবনানন্দ দাশের কবিতার কোরিওগ্রাফি উপস্থাপন। জীবনানন্দ উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে এই ব্যতিক্রমী অনুষ্ঠান হতে যাচ্ছে।

 

Comments

The Daily Star  | English
NBR speeds up auction process of abandoned goods

NBR moves to speed up auction of abandoned goods

About 2 lakh tonnes of imported goods left abandoned at Chattogram port alone for years

1h ago