জীবনের 'চক্কর ৩০২' সিনেমার পোস্টারে কে

চক্কর ৩০২ সিনেমার পোষ্টার। ছবি: সংগৃহীত
চক্কর ৩০২ সিনেমার পোষ্টার। ছবি: সংগৃহীত

পরিচালক ও অভিনেতা শরাফ আহমেদ জীবন নির্মিত প্রথম সিনেমা 'চক্কর ৩০২'। সিনেমাটির প্রথম পোস্টার আজ মঙ্গলবার দুপুরে প্রকাশিত হয়েছে।

পোস্টারে দেখা যাচ্ছে কালো শেডে উদ্বিগ্ন দৃষ্টিতে কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন। তার চারপাশটা ঘুরছে!  এই পোস্টার দেখে অনেকেই জানতে চাচ্ছেন, কে তিনি? 

আজ মঙ্গলবার দুপুরে জীবন নিজের প্রথম সিনেমার নাম ঘোষণা দিলেও রহস্য রাখলেন শিল্পীদের নিয়ে। এই সিনেমার শিল্পীদের নিয়ে এখনই  মুখ খুলতে চাইলেন না। জানালেন, এ মাসের শেষে হয়তো পোস্টারের এই রহস্যময় মানুষটির নাম ও লুক উন্মোচন করা হবে।

অনেকের ধারণা, পোস্টারের এই ব্যক্তি অভিনেতা মোশাররফ করিম হতে পারেন।

শরাফ আহমেদ জীবন নির্মাতা ও অভিনেতা হিসেবে পরিচিত। যার মিডিয়ায় যাত্রা শুরু হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে। পরে কাজল আরেফিন অমির বেশ কিছু নাটকে মাধ্যমে অভিনেতা হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি।  

পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, 'আমার পরিচালিত প্রথম সিনেমা "চক্কর"। এই সিনেমার গল্পটি মানবিক স্পর্শের। যেহেতু সরকারী অনুদানের সিনেমা, তাই সঙ্গে আরও বাজেট যুক্ত করে বড় আয়োজনে প্রোপার সিনেমা বানানোর চেষ্টা করেছি। আমার কাছে আরও গল্প থাকলেও এই গল্পে আমার একটু বেশি আগ্রহ ছিল। প্রথম সিনেমা হিসেবে "চক্কর ৩০২" এর জন্য সকলের ভালোবাসা প্রত্যাশা করি।'

ইতোমধ্যে ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারী অনুদান পাওয়া সিনেমাটির পুরো শুটিং শেষ করেছেন নির্মাতা। এটি অচিরেই মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

6h ago