অবিশ্বাস্য ইনিংস খেলে শামীম বললেন, ‘নিজের ওপর বিশ্বাস ছিল’

Shamim Hossain Patowari
ছবি: ফিরোজ আহমেদ

১৫তম ওভারে মোহাম্মদ নবি আউটের পর ক্রিজে গিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি। স্কোরবোর্ডে রান তখন কেবল ৭৬। রংপুর রাইডার্স তিন অঙ্ক পেরুতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রবল। শামীম ভাবলেন ভিন্ন, দুর্দান্ত সব চার-ছক্কায় মাতালেন গ্যালারি। খাদের কিনার থেকে রংপুরকে নিয়ে গেলেন দেড়শোর কাছে।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ২০ বলে ফিফটি করেন শামীম। আসরে এটি যৌথ দ্রুততম ফিফটির রেকর্ড। ইনিংস শেষে তিনি অপরাজিত ছিলেন ২৪ বলে ৫৯ রানে। তার অমন ঝলকে ১৪৯ রান করে রংপুর।

অবিশ্বাস্য ইনিংস খেলে বিরতির সময় ব্রডকাস্টারদের সঙ্গে আলাপে শামীম জানান, শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো কিছু করার বিশ্বাস ছিলো তার, 'আসলে আমার নিজের ওপর বিশ্বাস ছিল আমি যদি ফিনিশ করতে পারি তাহলে দলের জন্য ভালো কিছু দিতে পারব।'

ওবেদ ম্যাককয়ের ১৯তম ওভারে তিন ছয়, দুই ছক্কায় ২৬ রান নেন শামীম। ওই ওভারেই খেলার প্রেক্ষিত ঘুরিয়ে দেন তিনি। র‍্যাম্প শটে দেখার মতন ছক্কা মারেন পেছনের দিকে। পরে বলেন, এসব শট শক্তির জায়গা,  'এসব শট আমার এমনিতে হয়, এগুলো আমি ভালো খেলি। চেষ্টা করেছি। সফল হয়েছি।' 

৮ম উইকেট জুটিতে আবু হায়দার রনিকে নিয়ে ৩১ বলে ৭২ রানের জুটি গড়েন শামীম। জানালেন রনির উপর আস্থা ছিলো তার, 'আসলে রনি ভাই অনেক ভালো ব্যাটিং করে। আমি জানি, উনি একটা বল পেলে একটাই ছক্কা মারতে পারবে। তাই আমরা স্বাভাবিকই ছিলাম।'

স্কোরবোর্ডে যথেষ্ট পুঁজি না এলেও শামীমের মতে উইকেট এত সহজ না, প্রতিপক্ষেরও সমস্যা হবে, 'উইকেট এত সহজ না। যেহেতু আমরা ফল করছি, ওদেরও সমস্যা হতে পারে। আমরা যদি ভালো বল করতে পারি ইনশাআল্লাহ্‌ সুযোগ থাকবে।'

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

52m ago