পরিবেশকে আঘাত করে উন্নয়ন চাই না: আইভী

উন্নয়ন প্রকল্পের জন্য শীতলক্ষ্যা নদীর পাড়ে অর্ধশতাধিক গাছ কেটেছে বিআইডব্লিউটিএ। বুধবার সকালে জায়গাটি পরিদর্শনে যান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। ছবি: স্টার

পরিবেশ রক্ষা করে উন্নয়নের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, 'আধুনিক বিশ্বে গাছ রক্ষা করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশকে আঘাত করে উন্নয়ন চাই না।'

নগরীর মাছঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে বিআইডব্লিউটিএর উন্নয়ন প্রকল্পের জন্য অর্ধশতাধিক গাছ কাটা হয়েছে। বুধবার সকালে জায়গাটি পরিদর্শনে গিয়ে সিটি মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, 'এটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি প্রকল্প। প্রয়োজনে তারা কিছু গাছ কাটতে পারেন। কিন্তু এ ব্যাপারে এলাকার মানুষের সঙ্গে আলোচনা করে নিলে ভালো হতো। প্রধানমন্ত্রী বারবার গাছ লাগানোর তাগিদ দিচ্ছেন, শিশুবান্ধব নগরী গড়ার জন্য বলছেন। নদীর পাড়ে পর্যাপ্ত গাছ লাগানোর জন্য উচ্চ আদালতেরও আদেশ রয়েছে। সেখানে নৌ পরিবহন মন্ত্রণালয় কীভাবে গাছগুলো কেটে ফেলল তা আমার বোধগম্য নয়।'

সিটি করপোরেশনের সঙ্গে পরামর্শ না করেই গাছ কাটা হয়েছে জানিয়ে আইভী বলেন, 'আমি মনে করি, একটা সিটির ভিতরে যেকোনো কাজ করলে সেটা সিটি করপোরেশন ও স্থানীয় জনগণের সম্মতি নিয়ে করলে সবচেয়ে ভালো হয়। যে গাছগুলো শত বা অর্ধশত বছরের ঊর্ধ্বে সেগুলো রক্ষা করে বাকি গাছগুলো কাটা যেত। আধুনিক বিশ্বে গাছ রক্ষা করে উন্নয়ন কার্যক্রমের ডিজাইন করছে। নারায়ণগঞ্জ শহরে বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পের সময়ও পুরোনো বটগাছটি রক্ষা করে কাজ করেছি। ওয়ার্ল্ড ব্যাংক যে কাজগুলো নারায়ণগঞ্জে দিচ্ছে তা সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে এবং নাগরিকদের জানিয়ে করার আহ্বান জানাই।'

আইভী বলেন, 'সকলেই উন্নয়ন করছে কিন্তু আমরা এমন উন্নয়ন চাই না যেখানে পরিবেশকে আঘাত করা হয়। আমি মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি, কাজটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখার জন্য।'

এই সময় সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের সাবেক সভাপ্রধান অমল আকাশ, নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাবের সভাপতি জয় কে রায় চৌধুরী, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, শীতলক্ষ্যা পাড়ে গাছ রক্ষা আন্দোলনের সদস্যসচিব শুভ দেবসহ পরিবেশবাদী, সংস্কৃতি কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Govt bans AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

16m ago