প্রস্তুত হচ্ছে ১০ গাড়ি, শুক্রবার শপথ নিতে পারেন নতুন মন্ত্রীরা

বঙ্গভবন
বঙ্গভবনে আগামীকাল সন্ধ্যায় নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন বলে জানা গেছে। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে।

একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'আমি এখনই কিছু বলতে পারছি না। জানানোর মতো তথ্য এখনো আমার কাছে আসেনি।'

তবে সূত্র জানায়, নতুন করে শপথ নিতে যাওয়া মন্ত্রীদের জন্য ১০টি গাড়ি প্রস্তুত করা হচ্ছে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে ৩৭ সদস্যের মন্ত্রিসভা দায়িত্বপালন করছেন। প্রধানমন্ত্রীর বাইরে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন। 

গতকাল বুধবার সংরক্ষিত নারী আসনের ৫০ সংসদ সদস্য শপথ নিয়েছেন। 

 

Comments

The Daily Star  | English

Final push to beat US tariff deadline

Bangladesh is now racing to finalise a deal before the window closes on August 1.

9h ago