সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আবুল হোসেন। ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন সিলেটের জকিগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামের মোশাহিদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

আজ মোটরসাইকেলে করে নিজের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আমিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'বাসের ধাক্কায় পুলিশ সদস্য ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসের চালক পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments

The Daily Star  | English

The price of unchecked protest politics

Under the guise of “mob justice,” various groups, including students, have taken the law into their own hands.

53m ago