গোপনে দেশ ত্যাগের কী আছে: শাবনূর

শাবনূর
শাবনূর। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর দেশে ফিরেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। দেশে ফিরে 'রঙ্গনা' নামের একটি সিনেমার অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। 

পাশাপাশি শোনা যাচ্ছিল চয়নিকা চৌধুরী পরিচালিত 'মাতাল হাওয়া' সিনেমাতেও অভিনয় করবেন এই নায়িকা।

এছাড়া 'রঙ্গনা' পরিচালকের 'এখনো ভালোবাসি' সিনেমার নায়িকাও হওয়ার কথা ছিল শাবনূরের। 

কিন্তু এসব ঘোষণার পরপরই আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। এরপরই শাবনূরকে নিয়ে শুরু হয় নানা ধরণের গুঞ্জন। 

অস্ট্রেলিয়া থেকেই ফেসবুকে এক স্ট্যাটাসে কোনো গুজবে কান না দিতে ভক্তদের অনুরোধ করেছেন শাবনূর।

তিনি লিখেছেন, 'গত ১ তারিখ থেকে আমি লক্ষ্য করছি, আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর। দেখেশুনে মনে হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে। কিছু ভূঁইফোঁড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলার চেষ্টা করছে-আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি। আমার সাথে কথা না বলেই যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।' 

তিনি আরও  বলেন, 'দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখানে স্কুলে পড়াশোনা করে। কোনো দরকার হলে বা লং হলিডেতে দেশে ঘুরতে আসি, আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই। তাই আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে কখন দেশে আসব বা কখন দেশ ছাড়ব? এখানে গোপনে দেশ ত্যাগের কি আছে? আপনারা কোনো গুজবে, বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না।'   

 

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

14h ago