খিলগাঁওয়ে রেস্টুরেন্ট ভবন ‘স্কাই ভিউ নাইটিঙ্গেল টাওয়ার’ সিলগালা

তালতলা এলাকার স্কাই ভিউ নাইটিঙ্গেল টাওয়ার ভবনটি সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবি: স্টার

রাজধানীর রেস্টুরেন্ট পাড়া হিসেবে পরিচিত খিলগাঁও এলাকার একটি রেস্টুরেন্ট ভবন সিলাগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আজ মঙ্গলবার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম এই এলাকায় অভিযান শুরু করেন।

অভিযানের শুরুতেই রেস্টুরেন্ট ভবন হিসেবে পরিচিত তালতলা এলাকার সি ব্লকের স্কাই ভিউ নাইটিঙ্গেল টাওয়ার ভবনটি সিলগালা করা হয়। পাশপাশি অগ্নি নিরাপত্তায় ভবনটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে একটি লাল রঙের নোটিশ টানিয়ে দেওয়া হয়।

পাঁচতলা ভবনটির ছাদসহ প্রতিটি ফ্লোরে কোনো না কোনো রেস্টুরেন্ট ছিল। ছাদে ছিল পাস্তা ক্লাব নামে একটি রেস্টুরেন্ট। শর্মা কিং, ক্যাফে আই পানেমা নামে রেস্টুরেন্টও ছিল এই ভবনে।

জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, 'ভবনটি অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ। এর একটি মাত্র সিঁড়ি, যা আগুন লাগলে ব্যবহারকারীদের ব্যবহার করা খুব কঠিন হতো। রেস্টুরেন্টগুলোর রান্নাঘরগুলো খুবই সংকীর্ণ। সার্বিক বিষয় বিবেচনা করে ভবনটি রেস্টুরেন্টের জন্য অব্যবহারযোগ্য বলা হয়েছে।'
 

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago