সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল হজম করল বাংলাদেশ। দমে না গিয়ে ম্যাচের শেষদিকে দুবার ভারতের জালে বল পাঠাল লাল-সবুজ জার্সিধারীরা। টানা দ্বিতীয় জয়ে তারা জায়গা করে নিল সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

মঙ্গলবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে একবার করে লক্ষ্যভেদ করেন আলপি আক্তার, সুরভি আকন্দ প্রীতি ও অধিনায়ক অর্পিতা বিশ্বাস।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে আয়োজিত লিগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। গত শনিবার অনুষ্ঠিত আগের ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে তারা জিতেছিল ২-০ গোলে। সেদিন জোড়া গোল করেছিলেন প্রীতি।

ম্যাচের নবম মিনিটে আলপির গোলে লিড নেয় বাংলাদেশ। তার শট ভারতের গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে গোললাইন অতিক্রম করে। ৫৫তম মিনিটে প্রায় একই ধরনের গোলে লড়াইয়ে সমতা টানে ভারত। এরপর পাল্টা আক্রমণে ৭৮তম মিনিটে প্রীতি নিশানা ভেদ করলে ফের এগিয়ে যায় বাংলাদেশ।

যেটুকু অনিশ্চয়তা ছিল তা ৮৭তম মিনিটে মুছে ফেলেন অর্পিতা। সতীর্থের কর্নার থেকে পাওয়া বল জালে ঠেলে বাংলাদেশের শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠা নিশ্চিত করেন তিনি।

আগামী ৮ মার্চ একই ভেন্যুতে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। এরপর ১০ মার্চ ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত কিংবা নেপাল। দুই দলেরই অর্জন দুই ম্যাচে ৩ পয়েন্ট করে। আগামী ৭ মার্চ ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে পরস্পরকে মোকাবিলা করবে তারা।

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

7h ago