কুমিল্লা সিটি নির্বাচন

মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘বহিরাগতের’ হামলায় আহত ৩, গুলিবিদ্ধ ১

মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘বহিরাগতের’ হামলায় আহত ৩, গুলিবিদ্ধ ১
আজ শনিবার সকালে কুমিল্লা শহরতলীর নেউরা মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তের হামলায় একজন গুলিবিদ্ধ হন | ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে একটি কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় তিনজন আহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শনিবার সকালে কুমিল্লা শহরতলীর নেউরা মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে।'

স্থানীয় ভোটার অ্যাডভোকেট শহীদুল হক স্বপন ডেইলি স্টারকে বলেন, আমাদের কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। কিছু বহিরাগত এসে সারিবদ্ধ ভোটার লাইনে হামলা করে। ঘড়ি ও ঘোড়া প্রতীকের এজেন্টদের বের করে দেয়। এ সময় তাদের হামলায় তিনজন সাধারণ ভোটার আহত হয়েছেন।

আলমগীর আরও বলেন, 'এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক আছে। র‍্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত আছে, ভোট দানও অব্যাহত আছে।'

Comments

The Daily Star  | English

Putin and Zelensky set for peace summit after Trump talks

Trump wrote on his Truth Social network that "everyone is very happy about the possibility of PEACE for Russia/Ukraine."

10m ago