চিরনিদ্রায় শায়িত হলেন সংগীতশিল্পী সাদি মহম্মদ

সাদি মহম্মদ। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদের দাফন সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ জোহর দুপুর ২টা ১০ মিনিটে তাকে দাফন করা হয়েছে।

শিল্পীর পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান সাদি মহম্মদ। মোহম্মদপুরের নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

রবীন্দ্র সংগীতশিল্পী, শিক্ষক ও সুরকার সাদি মহম্মদ বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্র সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। অসংখ্য সিনেমা ও নাটকে প্লেব্যাক করেছেন তিনি।

তিনি ২০১২ সালে চ্যানেল আইয়ের 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' এবং ২০১৫ সালে বাংলা একাডেমির 'রবীন্দ্র পুরস্কার'সহ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago