সরাইলে খাস জমি দখল নিতে সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'খাস জমি দখল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহত কামাল উদ্দিন (৫৫) শাহাজাদাপুর গ্রামের শাহাদাত আলীর ছেলে। তিনি শাহাজাদাপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য নাজমা আক্তারের দেবর।'

গ্রামবাসী জানান, 'গ্রাম ঘেঁষে বয়ে যাওয়া তিতাস নদীর তীরে খাস জমিতে দীর্ঘ দিন ধরে ধান চাষ করে আসছেন ইউপি মেম্বার নাজমা আক্তারের পক্ষের লোক ও নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই কাউছার মিয়া৷ সম্প্রতি ইউপি চেয়ারম্যান মোসাম্মৎ আসমা আক্তারের পক্ষের কয়েকজন ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করছিলেন।

'আজ দুপুরে উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও অন্তত ৩০ জন এ সময় আহত হয়েছেন,' বলেন তারা।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান বলেন, 'শাহজাদাপুর গ্রামটি সরাইল উপজেলা সদর থেকে অনেক দূরে। সংঘর্ষের তথ্য পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
Bangladesh exports increased in April

Bangladesh’s exports fell in August

Export earnings dip in August driven by sluggish garment sector

1h ago