২০২৩ সালে এক্সিম ব্যাংকের মুনাফা কমেছে ৩৫ কোটি টাকা

এক্সিম ব্যাংক

২০২৩ সালে এক্সিম ব্যাংকের মুনাফা এর আগের বছরের একই সময়ের তুলনায় নয় দশমিক চার শতাংশ কমে ৩৩৭ কোটি টাকা হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

২০২২ সালে ৩৭২ কোটি টাকা মুনাফা করেছিল শরিয়াহভিত্তিক এই ব্যাংকটি।

এক্সিম ব্যাংকের মুনাফা এমন সময় কমলো যখন এই ব্যাংকটির সঙ্গে সমস্যায় জর্জরিত পদ্মা ব্যাংকের একীভূত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ব্যাংকটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন বলছে, ২০২৩ সালের মুনাফা গত ছয় বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

সে হিসাবে ২০২৩ সালে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৩৩ পয়সা। এটি আগের বছর ছিল দুই টাকা ৫৭ পয়সা।

কোম্পানি সচিব মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'মূলত বিনিয়োগের বিপরীতে প্রভিশন অর্থাৎ ঋণ হিসেবে রাখা অর্থের পরিমাণ বেড়ে যাওয়ায় ইপিএস কমেছে।'

অন্যদিকে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২২ টাকা থেকে বেড়ে ২৩ টাকা হয়েছে।

শেয়ারপ্রতি নেট পরিচালন নগদ সরবরাহ গত বছর নেতিবাচক ১৩ টাকা দুই পয়সা থেকে বেড়ে পাঁচ টাকা ৯৪ পয়সা হয়েছে।

গতকাল ডিএসইর ওয়েবসাইটে এক্সিম ব্যাংকের অপর তথ্যে জানা গেছে, মূলত আগের সময়ের তুলনায় 'গ্রাহকদের কাছ থেকে আমানত' ও 'ট্রেডিং লায়াবিলিটি (ঋণ)' বেড়ে যাওয়ায় এই দাম বেড়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় ২০২৩ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করা হয়। এটি আগের দুই বছরে একই ছিল।

লভ্যাংশ ও নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের জন্য ব্যাংকের বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ জুন।

গত ১৮ মার্চ এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একীভূত হওয়ার অভিপ্রায় পত্রে সই করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত বছর শেষে পদ্মা ব্যাংকের পাঁচ হাজার ৭৪০ কোটি টাকার ঋণের প্রায় ৬২ শতাংশই খেলাপি ছিল।

এর বিপরীতে এক্সিম ব্যাংকের ৪৬ হাজার ৯৩৭ কোটি ৬৩ লাখ টাকার মোট বকেয়া ঋণের প্রায় সাড়ে তিন শতাংশ খেলাপি হয়ে আছে।

কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইন অনুসারে, সম্পদ মূল্যায়নের বিষয়ে ব্যাংকগুলোকে ঐক্যমতে পৌঁছাতে হবে। তা না পারলে বাংলাদেশ ব্যাংক মধ্যস্থতাকারীর ভূমিকায় এসে মতপার্থক্য দূর করতে সহায়তা করবে।

এতেও কাজ না হলে একীভূতকরণের সিদ্ধান্ত বাতিল হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

গতকাল ডিএসইতে লেনদেন শেষে এক্সিম ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় এক শতাংশ বেড়ে নয় টাকা ৪০ পয়সা হয়েছে।

তবে গত রোববার ১০ টাকা থেকে সোমবার তা তিন শতাংশ কমে নয় টাকা ৭০ পয়সা হয়।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এক্সিম ব্যাংক করপোরেট, তৈরি পোশাক, কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৃষি খাতে ১১৮ শাখা নিয়ে কাজ করছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি প্রতিবছর স্বাস্থ্যসেবা, শিক্ষা উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, বস্তিবাসী ও ঢাকা শহরের সৌন্দর্যবর্ধনে বার্ষিক মুনাফার কমপক্ষে দুই শতাংশ খরচ করে।

Comments

The Daily Star  | English

Bangladesh Police: Designed to inflict high casualties

A closer look at police’s arms procurement records reveals the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

8h ago