চুয়েটে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু ১২ মে
আগামী ১১ মে পর্যন্ত চুয়েটে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং পরদিন ১২ মে থেকে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।
আজ শুক্রবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে।
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে চুয়েট কর্তৃপক্ষ।
গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে গতকালই ছেলেদের এবং আজ সকাল ১০টার মধ্যে মেয়েদের হল ছাড়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ।
এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তালা এবং তাদের কাছে জব্দ থাকা দুটি বাসের একটিতে আগুন ধরিয়ে দেয়।
পরে আজ আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় পরিবেশ স্বাভাবিক হয়।
আজ শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। খুলে দেওয়া হয়েছে চুয়েটের প্রধান ফটক।
প্রশাসনের সঙ্গে সমঝোতা হওয়ায় আবাসিক হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা।
গত সোমবার দুপুরে চুয়েটের দুই শিক্ষার্থী শান্ত সাহা ও তাওফিক হোসাইন বাসের ধাক্কায় নিহত হন। এর পরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা চট্টগ্রাম-কাপ্তাই সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
Comments