নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

মনজুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর রহমান মঞ্জুকে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে মঞ্জু। এসময় ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী এসে মাথায় এবং পেটে গুলি। মঞ্জুকে হত্যার পর তারা সেখান থেকে চলে যায়।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং আসামিদের চিহ্নিত করার কাজ চলছে।

কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago