পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০, আহত ২১
পাকিস্তানের গিলগিত-বালতিস্তান অঞ্চলের দিয়ামের জেলার কারাকোরাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে পড়লে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।
আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
দিয়ামের জেলার উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজ জানান, বেসরকারি মালিকানাধীন বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিতের উদ্দেশে যাত্রা করেছিল। গুনার ফার্মের কাছে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান।
রিয়াজ জানান, এরপর বাসটি সিন্ধু নদের তীরে উল্টে পড়ে যায়। আজ ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের চিলাস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এই উদ্ধার কর্মকর্তা। শুরুতে আহতের সংখ্যা ৩৫ থাকলেও হাসপাতালে আনার পর তাদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়।
সরকারি মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক জানিয়েছেন, বাসে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে তিনজন নারী আছেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মাদ জামান ডনকে জানান, অসংখ্য মানুষ আহতদের রক্ত দেওয়ার জন্য হাসপাতালে ভিড় করেছেন। স্থানীয় স্বেচ্ছাসেবকরা আহতদের হাসপাতালে নিতে সহায়তা করেছেন।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
Comments