কর্ণিয়ার ঢাকাতে জ্যাম

kornia
কর্নিয়া। ছবি: সংগৃহীত

গানে গানে এক যুগ পার করলেন এ প্রজন্মের সংগীতশিল্পী কর্ণিয়া। এক যুগে অনেক স্টেজ শো, প্লেব্যাক, টেলিভিশনে গানের অনুষ্ঠান করেছেন তিনি, পেয়েছেন মানুষের ভালোবাসা।

সেই ধারাবাহিকতায় শুক্রবার রিলিজ হয়েছে তার নতুন গানের মিউজিক ভিডিও—নাম ঢাকাতে জ্যাম। সংগীত পরিচালনা করেছেন অম্লান এ চক্রবর্তী, গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ।

কেমন সাড়া পাচ্ছেন নতুন মিউজিক ভিডিও নিয়ে? এই প্রশ্নের জবাবে কর্ণিয়া বলেন, 'ভালো সাড়া পাচ্ছি। নতুন ধরণের গানটির প্রতি সবার ভালোবাসা আমাকে মুগ্ধ করছে।'

গানটির ভাবনা সম্পর্কে জানতে চাইলে কর্ণিয়া বলেন, 'গানের ভাবনাটি সংগীত পরিচালকের। তিনি ওপার বাংলার মানুষ। একবার ঢাকায় এসে এয়ারপোর্ট যাওয়ার পথে জ্যামে পড়েছিলেন। তখনই ভাবনাটি শেয়ার করেন। সেভাবেই গীতিকার গানটি লিখেছেন।'

মিউজিক ভিডিও তৈরির আগেই বিভিন্ন স্টেজ শোয়ে গানটি গেয়েছেন কর্ণিয়া। তিনি বলেন, 'একবার ঝিনাইদহে স্টেজ শোতে গানটি গেয়েছিলাম। তখনই অনেকে বলেছেন কবে আসছে মিউজিক ভিডিও?'

গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে গুলশান, তেজগাঁওসহ ঢাকার বিভিন্ন লোকেশনে। মডেল হয়েছেন প্রণমী ও শিশির সর্দার।

কর্ণিয়া বলেন, 'শুটিংয়ে অনেক সহযোগিতা করেছেন পুলিশ সদস্যরা। তাদের প্রতি কৃতজ্ঞতা।'

কর্ণিয়ার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। পড়ালেখাও করেছেন এই শহরেই। তবে, দাদারবাড়ি ঝিনাইদহে।

এক যুগে গানের জগতে প্রাপ্তি সম্পর্কে তিনি বলেন, 'মানুষের ভালোবাসা বড় প্রাপ্তি। মানুষ আমাকে চেনে, জানে, গান শুনে—এটাই অনেক কিছু। মানুষের ভালোবাসা নিয়েই গান করে যেতে চাই।'

Comments

The Daily Star  | English

Stuck in red, shipbreaking slow to turn green

Bangladesh began the green transition in 2017, when PHP Ship Recycling Yard became the first entity in the country to receive international green certification.

13h ago