ব্যালট পেপারে ভুল, উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি

অমিত কুমার দাশ। ছবি: সংগৃহীত

ব্রা‏হ্মণবাড়িয়ায় কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যালট পেপারে ভুল প্রতীকের ছবি ছাপা হওয়ার ১০ দিন পর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

অমিত কুমার দাশ নামের ওই কর্মকর্তাকে আজ মঙ্গলবার মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করে এক আদেশ জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

নির্বাচন কমিশনের সহকারী সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাশকে আগামী ৯ মে তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার কথা বলা হয়েছে৷ একই আদেশে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামকে কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ একযোগে ১১টি কেন্দ্রে শুরু হয়। দুপুরের দিকে চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদ দেখতে পান, ব্যালট পেপারে তার প্রতীক অটোরিকশার বদলে প্যাডেল চালিত তিন চাকার রিকশার প্রতীক ছাপা হয়েছে।

দুপুর ১টার দিকে তিনি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর এই বিষয়ে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনকে বিষয়টি জানানোর পর সেখান থেকে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়।

কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Comments

The Daily Star  | English

The escape remembered: Manik Mia at 2:25pm

Exactly one year ago, at 2:25pm, Sheikh Hasina fled Bangladesh aboard a military helicopter

1h ago