হাটহাজারীতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫

আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে এক প্রার্থীর সমর্থকরা দাবি করেছেন।
আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে দুই পক্ষের সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে দুই পক্ষ দুটি আলাদা স্থানে অবস্থান নিয়েছে। মাঝে মাঝে বিকট শব্দ পাওয়া যাচ্ছে।

চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতদের মধ্যে শাহাব উদ্দিন, আসিফ আকবর, ফরিদ মিয়া, শারমিন আকতার, মো. আরিফ ও করিমের নাম জানা গেছে।

তাদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে এক প্রার্থীর সমর্থকদের দাবি।

সোহরাব হোসেন নোমানের সমর্থক এম এ খালেক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের আরিফ ও করিম গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন। কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

ঘটনাস্থলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে পাওয়া যায়। তিনি ডেইলি স্টারকে বলেন, 'ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।'

Comments