বৃষ্টি আরও ৫ দিন, মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে ফের তাপদাহের সম্ভাবনা

স্টার ফাইল ফটো | ছবি: রাশেদ সুমন/স্টার

সারা দেশে প্রায় এক মাস তাপদাহের পর গত ২ মে থেকে বৃষ্টির প্রভাবে কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা।

আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিনের তাপমাত্রা সারা দেশে আজ কমই থাকবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুসারে, আগামীকালও দিনের তাপমাত্রা কমবে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কমার সম্ভাবনা আছে।

এদিন সকাল ৬টা পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রামের দুএকটি জায়গায় ছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। এছাড়া দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে।

আজ সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানী ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে মাইজদীকোর্টে ১৫ মিলিমিটার।

এই সময়ে রাঙ্গামাটিতে ১০, পটুয়াখালী ও ভোলায় নয়, বরিশালে আট, খেপুপাড়ায় সাত, সন্দ্বীপে পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃষ্টি আরও অন্তত পাঁচ দিন থাকতে পারে বলে মনে হচ্ছে। দিনের কোনো এক সময়, অর্থাৎ ২৪ ঘণ্টায় একবার বৃষ্টি হতে পারে।'

আগামী তিন দিন প্রায় সারা দেশেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস আরও বলছে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বজলুর রশিদ বলেন, 'আমাদের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বেশি—২৬ ডিগ্রি সেলসিয়াস। অতি তীব্র তাপদাহ বয়ে যাওয়ায় যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রির উপরে, সেখানে গতকাল খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

'আবহাওয়া যেহেতু ঠান্ডা হয়ে গেছে, শিলার পরিমাণ কমে আসবে। যেসব জায়গায় মেঘের উচ্চতা বেশি হবে, সে রকম দুএক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে,' বলেন তিনি।

বৃষ্টির প্রবণতা কমে এলে আবারও তাপদাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ব্যাপারে জানতে চাইলে বজলুর রশিদ বলেন, 'এ মাসে আবারও তাপদাহ আসার সম্ভাবনা আছে। মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে বা তৃতীয় সপ্তাহের শুরুতে আবারও তাপদাহ শুরু হতে পারে।'

১১ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে।

পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ ৬০ কিলোমিটার।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago