সাভারে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার সাভারে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবোর মসজিদ মার্কেটের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রমজান (৩৫) একই এলাকার বাসিন্দা ছিলেন। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী সোহানা আক্তার ডেইলি স্টারকে বলেন, 'কাকাবর এলাকায় আমাদের ১৮ শতাংশ জমি আছে। দুপুরে ওই জমি দখলের জন্য স্থানীয় রহিম, ইউনুস, মানিকসহ অন্তত ৮-১০ জন সেখানে যায়। খবর পেয়ে আমার স্বামী ভগ্নীপতি সেলিমকে নিয়ে জমিতে যান।'

'জমিতে যাওয়া মাত্র দখল করতে যাওয়া লোকজনরা আমার স্বামী ও সেলিমের ওপর হামলা করে। লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তারা কোপানোর চেষ্টা করে। সেলিম ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে পারলেও, আমার স্বামীর মাথায় ধারাল অস্ত্রের কোপ লাগে,' বলেন তিনি।

পরে রমজানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নেওয়া হয়। সোহানা বলেন, 'স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে তারা  আমাদের গতিরোধ করে আবার হামলা করে ৪ জনকে আহত করে পালিয়ে যায়।'

শেষ পর্যন্ত রমজানকে এনাম মেডিকেলে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার স্ত্রী। 

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

1h ago