কুমিল্লায় ফোমের গোডাউনে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগুন লাগার পর ভবনের ওপরের দিকে বেশ কয়েকজন আটকা পড়েন। ছবি: সংগৃহীত

কুমিল্লা জিলা স্কুলের বিপরীতে পাঁচ তলা একটি আবাসিক ভবনের নিচতলায় ফোমের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পরে প্রায় সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কুমিল্লা ফায়ার স্টেশনের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, আবাসিক ভবনের নিচতলায় ফোমের গোডাউনে আগুন লাগার পর ভবনের ওপরের দিকে বেশ কয়েকজন আটকা পড়েন। খবর পেয়ে কুমিল্লা ফায়ার স্টেশনের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানো ও উদ্ধার কাজ শুরু করে। পরে প্রায় সোয়া ১ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে এবং সবাইকে উদ্ধার করা হয়।  

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

8h ago