পাবনায় আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

বন্দুকযুদ্ধ
স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ নতুনবাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

শনিবার রাতে নতুনবাজার এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম বাবু ওরফে বাবু শেখ (৫৫) পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে। তিনি গয়েশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে নতুনবাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন বাবু। এ সময় মুখ ঢাকা কয়েকজন অস্ত্রধারী এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার রাতে নিহত বাবু শেখের ভাতিজা মো. শাকিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'কয়েক মাস আগে একইভাবে আমার বাবাকেও হত্যা করেছে চরমপন্থি সন্ত্রাসীরা। আজ একইভাবে আমার চাচাকেও হত্যা করলো।'

তিনি জানান, গত কয়েক বছরে চরমপন্থিদের হাতে তাদের পরিবারের পাঁচ জন খুন হয়েছেন। ফলে, পরিবারের সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন।

গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কালু মণ্ডল বলেন, 'বাবু স্থানীয় আওয়ামী লীগের একজন সংগঠক ছিলেন। তাকে এভাবে হত্যার পর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।'

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলি দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যায়নি। তদন্ত চলছে এবং দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।'

Comments

The Daily Star  | English

Salehuddin urges all to work together to overcome challenges of economy

'We are in the midst of all sorts of challenges,' says the finance adviser

1h ago