ড. ইউনূস নোবেল পুরস্কার পেলেন কেন, এটাই তার দোষ: ব্যারিস্টার খোকন

‘অপমানের সীমা কোন পর্যন্ত যেতে পারে! ড. ইউনূসের মতো মানুষকে খাঁচার ভেতরে ঢোকানো হয়েছে।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। ছবি: সংগৃহীত

'ড. ইউনূসকে হয়রানি বন্ধ করা উচিত' মন্তব্য করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, 'তার সম্মান নষ্ট করতে গিয়ে তাকে প্রসিকিউট করছে, বিভিন্ন মামলা করছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।'

আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

শান্তিতে নোবেলবিজয়ী ড. ইউনূস সম্পর্কে ব্যারিস্টার খোকন বলেন, 'ড. ইউনূস বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তি, পৃথিবীজুড়ে সবাই যাকে সম্মান করে, বিভিন্ন দেশের মিউজিয়ামে যে বাঙালির নাম আছে। মরিশাসে আমি গিয়েছিলাম—দ্বীপ রাষ্ট্র—সেখানেও মিউজিয়ামে ড. ইউনূসের নাম আছে।'

তিনি বলেন, 'এই ব্যক্তিকে যেভাবে হয়রানি করছে, তা অকল্পনীয়। আমি মনে করে যারা তাকে হয়রানি করছেন তাদের সম্মান নষ্ট হচ্ছে, সরকারের সম্মান নষ্ট হচ্ছে, বাঙালির সম্মান নষ্ট হচ্ছে।'

ব্যারিস্টার খোকন বলেন, 'ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে। কেউ কেউ বলে যে তিনি নোবেল পুরস্কার পেলেন কেন, এটাই তার দোষ। নোবেল পুরস্কার তো তিনি নিজেকে নিজে দেননি। কমিটি আছে, তারা ড. ইউনূসকে নোবেল দিয়েছে।'

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ একটি মামলার শুনানি চলাকালে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে থাকতে হয়েছে ড. ইউনূসকে।

এ বিষয়ে ব্যারিস্টার খোকন বলেন, 'ঢাকা কোর্টে তো অনেকেই যান। তাদের সবাইকে কি লোহার খাঁচায় ঢুকায়? অপমানের সীমা কোন পর্যন্ত যেতে পারে! ড. ইউনূসের মতো মানুষকে খাঁচার ভেতরে ঢোকানো হয়েছে।'

'আমরা কাউকে সম্মান দিতে জানি না। শুধু আমাকে সম্মান দিলেই আমি খুশি। আর কেউ সম্মান পাক, চাই না,' যোগ করেন তিনি।

 

Comments