কোন কোন আদালত কক্ষে লোহার খাঁচা আছে জানতে চেয়েছেন হাইকোর্ট

৬০ দিনের মধ্যে তালিকা জমা দিতে আইন সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত
২১ আগস্ট, গ্রেনেড হামলা
ফাইল ছবি

মামলা কার্যক্রম চলাকালে আসামিদের রাখার জন্য দেশের কোন কোন আদালত কক্ষে লোহার খাঁচা বসানো হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট।

৬০ দিনের মধ্যে তালিকা জমা দিতে আইন সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কক্ষ থেকে ধাতব খাঁচা অপসারণ এবং সারা দেশের আদালত কক্ষে কাঠের খাঁচা পুনঃস্থাপনে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সারাদেশের আদালত থেকে লোহার খাঁচা সরিয়ে কাঠের খাঁচা পুনঃস্থাপনের নির্দেশনা চেয়ে রুল জারি করেন।

আদালত কক্ষের ভেতরে লোহার খাঁচায় মামলা চলাকালীন আসামিদের রাখা হয়।

১০ আইনজীবীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির হাইকোর্টে জনস্বার্থ মামলা হিসাবে আবেদনটি জমা দেন এবং আদালতের কাছে প্রার্থনা করেন আইন সচিবকে সারাদেশে যেসব আদালত কক্ষে লোহার খাঁচা স্থাপন করা হয়েছে তার তালিকা সরবরাহ করে একটি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়ার জন্য।

আবেদনে তারা জামিনে থাকা অভিযুক্তদের লোহার খাঁচায় না রাখার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

আবেদনকারীরা আবেদনে বলেন, আদালত কক্ষে লোহার খাঁচা ব্যবহার অমানবিক এবং আইন ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

তারা আবেদনে উল্লেখ করেছেন যে কাউকে উন্মুক্ত আদালতে লোহার খাঁচায় রাখা অপমান এবং মানসিক নির্যাতন ছাড়া আর কিছুই নয়।

Comments