বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৭ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীর গতি

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৭ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীর গতি
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার সল্লা এলাকার চিত্র | ছবি: সংগৃহীত

ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলের পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে বাড়ছে যানবাহনের সংখ্যা। আজ শনিবার ভোরে ও গত রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে কয়েক দফায় টোল বন্ধ থাকায় প্রায় সাত কিলোমিটার পথে যানবাহনের ধীর গতি রয়েছে।

কখনো কখনো একেবারে থেমে যাচ্ছে গাড়ির চাকা। ফলে ভোগান্তির শিকার হচ্ছে ঘরমুখী মানুষ।

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেতুর ওপরে গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় গত রাতে ও আজ ভোরে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখতে হয়েছে।'

তিনি বলেন, 'আমরা আশা করছি, অল্প সময়ের মধ্যে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারবে।'

এদিন সকাল ৯টায় এলেঙ্গা হাইও‌য়ে পু‌লি‌শ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'সেতুর পূর্ব প্রান্তে টোল প্লাজা থেকে মাত্র কয়েক কিলোমিটার অংশে যানবাহনের সারি রয়েছে।'

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৭ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীর গতি
সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার সল্লা এলাকার চিত্র | ছবি: সংগৃহীত

পাভেল জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ১২টার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৭০৮টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়েছে। টোল আদায় হয়েছে তিন কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

এর মধ্যে ঢাকা থেকে উত্তরাঞ্চলমুখী গাড়ির সংখ্যা ছিল ৩৩ হাজার ২৫টি এবং ঢাকামুখী যানবাহন ২০ হাজার ৬৮৩টি। এর আগে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৯০৬টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়।

উল্লেখ্য, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে মোট ২১টি জেলার প্রায় ১২ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

8h ago