বিশ্বকাপ সম্পূর্ণরুপে ভারতের জন্য সাজানো: ভন

ছবি: এএফপি

অন্য দলগুলোকে সেমিফাইনালের ভেন্যু জানতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তবে ভারত চলমান বিশ্বকাপের সেমিতে উঠলে খেলবে গায়ানায়, তা তাদের জানা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই। বিষয়টির তীব্র সমালোচনা করেছেন মাইকেল ভন। এমনকি এবারের টুর্নামেন্টটি ভারতের জন্য সাজানো বলেও মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারও মনে করছেন, রোহিত শর্মার দল সুবিধা পেয়েছে।

গতকাল শুক্রবার ভারত ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়ানোর আগেই ১৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ভন বলেছিলেন, 'আক্ষরিক অর্থেই এটি তাদের (ভারতের জন্য আয়োজিত) টুর্নামেন্ট। তারা যখন চায়, তখন খেলতে পারে। তাদের সেমিফাইনাল কোথায় হবে, তারা জেনে যায় আগেভাগে। তারা প্রত্যেক ম্যাচ সকালে খেলে, যাতে ভারতের মানুষজন তাদের খেলা (নিজেদের সময় অনুসারে) রাতে দেখতে পারে।'

ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে এই ইংলিশ ক্রিকেটার যোগ করেছিলেন, 'আমি বুঝতে পারছি যে, বিশ্ব ক্রিকেটে টাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারটা আমি বুঝি। কিন্তু বিশ্বকাপে আইসিসি সবার বেলায় একটু নায্যতা দেখাবে, এটা আপনি ভেবে থাকতেই পারেন। ভারতের কারণে টাকা আসে, তাই এটা (টুর্নামেন্ট) শুধুই ভারতেরই হওয়া উচিত নয়। টুর্নামেন্টে কোনো একটা নির্দিষ্ট দলের প্রতি কোনো প্রকারের সহানুভূতি ও পক্ষপাত থাকতে পারে না। আর এই টুর্নামেন্ট সম্পূর্ণরুপে ভারতের জন্য সাজানো।'

বহু আগে থেকেই সেমিফাইনালের ভেন্যু জানতে পেরে কি সুবিধা পেল ভারত? দ্বিতীয় সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে রোহিত বলেছিলেন, 'এটাকে আমি সুবিধা হিসেবে দেখি না। ভালো ক্রিকেট খেলেই জিততে হবে।'

সেমির পর ভারতীয় অধিনায়কের এই কথার বিপরীতে ইএসপিএনক্রিকইনফোতে জনপ্রিয় ধারাভাষ্যকার মাঞ্জরেকার বলেছেন, 'পরিষ্কার সুবিধা। রোহিতের সেটা মানতেই হবে। সে বলতে পারবে না যে এই সুবিধা তারা পায়নি। ভারত তাদের দল সেটার ওপর ভিত্তি করেই বাছাই করেছে। ভারতের সমস্যা সেমিফাইনাল ও ফাইনালে। আপনি যখন জানেন যে গায়ানাতেই খেলবেন, তখন স্কোয়াডে চার স্পিনার রাখার কারণ খুঁজে বের করতে পারবেন।'

ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের তৃতীয় ফাইনাল হবে এটি, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। কুড়ি ওভারের বিশ্বকাপে ২০১৪ সালে সবশেষ ফাইনালে গিয়েছিল ভারত। ২০১৩ সালের পর থেকে আইসিসির কোনো টুর্নামেন্ট জেতেনি তারা।
 

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

6h ago