প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান নিউইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ডের

মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেটে বাইডেন। ছবি: রয়টার্স

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে অন্য ডেমোক্র্যাটকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পত্রিকাটি। 

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছিলেন দেশটির দুই প্রধান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিতর্কে বিভিন্ন বিষয়ে পরস্পরকে বাক্যবাণে নাস্তানাবুদ করেন তারা। তবে এ বিতর্কে ডেমোক্র্যাট সমর্থকদের হতাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। দলের ভেতরের কেউ কেউ নভেম্বরের নির্বাচনের জন্য বাইডেনের পরিবর্তে অন্য প্রার্থী চাইছেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

এর মধ্যেই নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে এ আহ্বান উঠে এলো। 

বাইডেনকে 'একজন মহান সরকারি সেবকের ছায়া' হিসেবে বর্ণনা করে পত্রিকাটির সম্পাদকীয় বোর্ড বলেছে, প্রেসিডেন্ট ও ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবারের বিতর্ক প্রমাণ করেছে যে ৮১ বছর বয়সী বাইডেন 'নিজের পরীক্ষায় ব্যর্থ' হয়েছেন।

এতে বলা হয়েছে, 'বাইডেন এখন সবচেয়ে বড় যে জনসেবা করতে পারেন তা হলো ঘোষণা করা যে, তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন না।'

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ইতিমধ্যে দু্ই দলের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি হয়েছে এবং প্রতিটি অঙ্গরাজ্যেই বাইডেন প্রায় তার সব প্রতিপক্ষকে হারিয়েছেন। তবে এরপরও বাইডেনকে যদি সরে দাঁড়াতে হয় তাহলে বাইডেনের জায়গায় কে আসবেন এ নিয়ে বড় সমস্যায় পড়তে হবে ডেমোক্র্যাটদের।

 

 

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

No bar to Ducsu election on Sept 9: SC chamber judge halts HC stay

Earlier today, the High Court stayed the election until October 30

1h ago