রংপুর মেডিকেল কলেজ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ডা. আখতারুজ্জামান তিন দিন আগে স্নাতকোত্তর পরীক্ষা দিতে রংপুরে আসেন। কলেজের শেখ রাসেল ডরমিটরির পঞ্চম তলায় ছিলেন তিনি।
ছবি: সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজের শেখ রাসেল হোস্টেল থেকে এক চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওই চিকিৎসকের নাম ডা. আক্তারুজ্জামান (৫০)। তিনি নীলফামারী সদর উপজেলার নীলপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের মেডিকেল অফিসার।

রমেক হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা. মাহফুজুর রহমান জানান, আখতারুজ্জামান তিন দিন আগে স্নাতকোত্তর পরীক্ষা দিতে রংপুরে আসেন। কলেজের শেখ রাসেল ডরমিটরির পঞ্চম তলায় ছিলেন তিনি। তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন বলে জানান উপাধ্যক্ষ।

পুলিশ ও কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুপুরে ভবনের কর্মীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। দুপুর ১টার দিকে রংপুর থানা পুলিশের একটি দল পঞ্চম তলার ছয় নম্বর কক্ষের দরজা ভেঙে আক্তারুজ্জামানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

মেঝেতে রক্ত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রামেক হাসপাতালে ডা. আক্তারুজ্জামানের দ্বিতীয় স্ত্রী কোহিনুর আক্তার জানান, তার স্বামী নানা রোগে ভুগছিলেন। স্নাতকোত্তর পরীক্ষা নিয়েও মানসিক চাপে ছিলেন তিনি।

রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ সুপার আরিফুজ্জামান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কক্ষের দরজা খোলার সময় একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Ex-president Badruddoza Chowdhury passes away

He breathed his last at 3:15am today while undergoing treatment at the Uttara Women’s Medical College

35m ago