নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না: হোয়াইট হাউস

মেরিন ওয়ান থেকে নেমে এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় ফোনে কথা বলছেন ক্লান্ত-বিধ্বস্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: এএফপি
মেরিন ওয়ান থেকে নেমে এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় ফোনে কথা বলছেন ক্লান্ত-বিধ্বস্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। হোয়াইট হাউসের মুখপাত্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, বাইডেনই হবেন ডেমোক্র্যাট প্রার্থী। তার সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। 

হোয়াইট হাউসের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, 'প্রেসিডেন্ট (বাইডেন) ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য তৈরি। তাকে নিয়ে যা যা গুঞ্জন শোনা যাচ্ছে, তার পুরোটাই গুজব।'

নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন বুধবার জানিয়েছে, নিজের এক অতি ঘনিষ্ঠ ব্যক্তিকে বাইডেন একই কথা বলেছেন। জানিয়েছেন, লড়াই থেকে কোনোভাবেই সরে দাঁড়ানোর আশংকা নেই। বরং আগামী বিতর্কগুলোর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।

আগামী শুক্রবার তার একটি সাক্ষাৎকার আছে। সেটি ভালো হলেই সমস্ত আলোচনা আবার ঘুরে যাবে বলে বিশ্বাস করেন তিনি।

রয়টার্স জানিয়েছে, বুধবার সকালে তার প্রচার দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে কথা বলেন বাইডেন। বাইডেন সরে দাঁড়াচ্ছেন কি না, তা নিয়ে চিন্তিত ছিলেন ওই দুই ব্যক্তি।

তাদের আশ্বস্ত করে বাইডেন জানান, সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। এরপরেই আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস বিবৃতি প্রকাশ করে।

প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প। ছবি: এএফপি
প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প। ছবি: এএফপি

উল্লেখ্য তিন ডেমোক্র্যাট গভর্নরকেও একই কথা জানিয়েছেন বাইডেন। তারাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, বাইডেনের সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। বস্তুত, মঙ্গলবার বাইডেন নিজেই বলেছিলেন, অতিরিক্ত সফরের কারণে ওই দিনের ডিবেটের সময় তিনি ক্লান্ত ছিলেন। এতটাই ক্লান্ত ছিলেন যে তার ঘুম পেয়ে যাচ্ছিল। বাইডেন বলেছেন, 'অসংখ্য টাইম জোনের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। তাই আমার ঘুম পাচ্ছিল।'

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের কাজে নিয়োজিত দলটি অবশ্য বাইডেনের বিরুদ্ধে বিপুলবিক্রমে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ওই দিনের ডিবেটের উল্লেখ করে তারা বলছেন, এখন ডেমোক্র্যাটরা বুঝতে পারছেন, বাইডেন অযোগ্য। এটা তাদের অনেক আগেই বোঝা উচিত ছিল।

সম্প্রতি সিএনএনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছিলেন জো বাইডেন। প্রেসিডেন্সিয়াল ডিবেট চলাকালীন সময়ই কার্যত ঘুমিয়ে পড়ছিলেন বাইডেন। সব মিলিয়ে তার বক্তব্য ছিল খুবই ছন্নছাড়া। এই পরিস্থিতিতে ডেমোক্র্যাটদের মধ্য থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে, বাইডেনের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানো উচিত। শুধু তাই নয়, বারবার কথার খেই হারিয়ে ফেলেছেন। ট্রাম্পের প্রশ্নের উত্তর দিতে যেয়ে ভিন্ন প্রসঙ্গে চলে গেছেন। অনেকেই বলছিলেন, বয়সের কারণে কথায় খেই হারিয়ে ফেলছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের বক্তব্য, বাইডেন ভোটে লড়ার জন্য যথেষ্ট সুস্থ নন। প্রেসিডেন্টকে অসৎ ও অসুস্থ বলে অভিহিত করেছে ট্রাম্পের দল। এবং বাইডেনের আমলে দেশে কীভাবে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে, সীমান্তে বিশৃঙ্খলা তৈরি হয়েছে,, সেই হিসেবও তুলে ধরছেন তারা।

রয়টার্স, এপি, এএফপি

Comments

The Daily Star  | English

Govt officials, law enforcers, politicos involved

Finds probe body; ACC preliminary report names 42 perpetrators

1h ago