শুক্রবার বিকেল ৪টায় দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

কোটা সংস্কারের এক দফা দাবি এবং ব্লকেডে হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকেল চারটায় সারাদেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। 

শাহবাগে চার ঘণ্টা ব্লকেড কর্মসূচি পালন শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা।

এ সময় দেশের বিভিন্ন জায়গায় ব্লকেড কর্মসূচিতে পুলিশের হামলা ও বাধার প্রতিবাদ-নিন্দা জানানো হয়।

 

Comments

The Daily Star  | English

India restricts land port imports of Bangladesh’s RMG, food

India has imposed new restrictions on the imports of key goods from Bangladesh, including garments and agro-processed food, through land ports, a move expected to disrupt trade flows and add logistical hurdles for exporters..According to a notification issued today by India’s Directorate G

1h ago