চবি প্রক্টর অফিসের সামনে আন্দোলনকারী ও ছাত্রলীগের অবস্থান

বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চবি প্রক্টর অফিসের সামনে ছাত্রলীগ (বামে) ও আন্দোলনকারীদের (ডানে) অবস্থান। ছবি: সিফায়াত উল্লাহ/স্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ সোমবার বিকেল ৩টা থেকে তারা অবস্থান নেন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির সমন্বয়ক রাফিসহ নিজেদের নিরাপত্তার দাবিতে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টর ওয়াহিদুল আলমের সঙ্গেও কথা বলেন।

পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিলে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। সবশেষ তথ্য অনুযায়ী বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উভয় পক্ষই সেখানে অবস্থান করছেন।

এদিকে চবি ক্যাম্পাসে কলা অনুষদের সামনে অবস্থানরত কোটা সংস্কার আন্দোলনকারীদের নিরাপদে সরিয়ে নিয়েছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। সন্ধ্যা ৬টার দিকে তাদের সরিয়ে নেয়া হয়।

অপরদিকে শহীদ মিনার চত্বরে ছোট ছোট গ্ৰুপে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছে ছাত্রলীগের কর্মীরা। ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে।

Comments