কোটা আন্দোলনের নেতৃত্ব নিয়েছেন তারেক রহমান: কাদের

কোটা আন্দোলনের নেতৃত্ব নিয়েছেন তারেক রহমান: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবিতে আন্দোলনের নেতৃত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের পাশাপাশি তাদের সমমনস্ক কিছু কিছু দলও এর সঙ্গে জড়িত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, 'আমরা ২০১৮ সালেই দেখেছি, সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, এসব আন্দোলনের ওপর ভর করে তারা আন্দোলনের ফসল কুড়াতে চেয়েছিল রাজনৈতিকভাবে। সেই ব্যর্থ চেষ্টার পর তারা অনেক ষড়যন্ত্র করেছে। তারা বাংলাদেশের রাজনীতি অগ্নি সন্ত্রাস আমদানি করেছে। এই অগ্নি সন্ত্রাস-সন্ত্রাসে কত মানুষ যে মারা গেছে!'

সন্ত্রাসী আন্দোলনেও বিএনপি জনগণের কাছে ব্যর্থ হয়েছে মন্তব্য করে কাদের বলেন, 'আজকে যে কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে চলছে। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সেই লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যের সমর্থন দিয়েছে। একটি অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। তারেক রহমান প্রতিনিয়তই বাংলাদেশে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৮ সালের মতো আবারও এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে। বিএনপি-জামায়াতের পাশাপাশি তাদের সমনস্ক কিছু কিছু দলও এর সঙ্গে জড়িত হয়েছে।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে একটি কথা বলেছিলেন কোটা সুবিধা মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে? এ কথাটাকে কীভাবে বিকৃত করা হয়েছে! এবং টক শোর উপস্থাপক পর্যন্ত এই কথাটাকে বিকৃত করে ভিন্নভাবে উপস্থাপন করে দেশের জনগণের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস তারা করেছে।

'আমাদের কাছে এখন প্রশ্ন, আন্দোলনকারীরা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে বা দেশবাসীর পক্ষে না ভেবে রাজাকার ভাবল কেন? তাদেরকে তো কেউ রাজাকার বলেনি! প্রধানমন্ত্রী তো কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার শব্দটি ব্যবহার করেননি। তাহলে এটা কেন হলো? এই আন্দোলনকারীদের একটি অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি-জামায়াত এবং এর পেছনে আছে তারেক রহমান,' বলেন তিনি।

কাদের আরও বলেন, 'আমরা শুরু থেকেই বলে আসছি, এই আন্দোলন হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকারবিরোধী আন্দোলন। এই আন্দোলনকারীদের কোনো কোনো নেতার বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোটাবিরোধী আন্দোলনের ষড়যন্ত্রকারীদের মুখোশ এখানে উন্মোচিত হয়েছে।'

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

21m ago