ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা।
সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ আন্দোলনকারীদের সামনে ব্যারিকেড দিয়ে রাখে।
আজ রাত সাড়ে ৮টার দিকে কয়েকশত শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। তাদের প্রায় সবার হাতে লাঠি দেখা গেছে।
উপাচার্যের বাসভবনের সামনে থেকে শিক্ষার্থীরা টিএসসির দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়।
আন্দোলনকারীরারা পুলিশের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন, 'আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই।'
উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মারধরে একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে শহীদ মিনারের সামনেও আন্দোলনকারীদের একটি অংশ অবস্থান নিয়েছে।
Comments