কোটা আন্দোলন: জামালপুরে তিস্তা ট্রেন অবরুদ্ধ

কোটা সংস্কার, কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, জামালপুর, তিস্তা এক্সপ্রেস ট্রেন,
আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: শহীদুল ইসলাম/স্টার

কোটা সংস্কার এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার বিচারের দাবিতে জামালপুরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশন জংশনে শিক্ষার্থীরা ট্রেনটি অবরোধ করে রাখেন।

দুপুর আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি আটকে রেখেছিলেন শিক্ষার্থীরা।

ফলে, ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-তারাকান্দি-ভুয়াপুরগামী রুটে চলাচলকারী অন্য ট্রেনগুলোও শিডিউল বিপর্যয়ে পরতে পারে।

এর আগে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে স্টেশন এলাকায় অবস্থান নেন।

জামালপুরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল থেকে উপস্থিত রয়েছেন দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ নেতারা 'নৈরাজ্য প্রতিরোধে' মাঠে থাকার ঘোষণা দেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Comments

The Daily Star  | English

22 out of 35 parties want caretaker govt system

As per proposals sent to constitution reform commission

9h ago