সাবেক ছাত্রনেতাদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে দলীয় কার্যালয় ছাড়লেন কাদের

ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অভিযোগ উঠেছে, মতবিনিময়ের জন্য সাবেক ছাত্রনেতাদের ডেকে কথা বলতে দেওয়া হয়নি—এ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

আজ বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময়ের উদ্যোগ নেয় আওয়ামী লীগ।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই সভার আয়োজন করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময় না করেই ওবায়দুল কাদের গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে শুরু করেন । এতে ক্ষুব্ধ হন সাবেক ছাত্রনেতারা। তারা বলেন, মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন? তাহলে আমাদের ডাকলেন কেন?

এ সময় ওবায়দুল কাদের তাদের শান্ত করার চেষ্টা করেন। তাকে বলতে শোনা যায়, 'এই বসো। এই এগুলা কে?'

কেউ তার কথা কানে না নেওয়ায় হট্টগোলের এক পর্যায়ে ওবায়দুল কাদের কার্যালয় থেকে বের হয়ে যান। সে সময় তাকে উদ্দেশ্য করে সাবেক ছাত্রনেতাদের কেউ কেউ 'ভুয়া ভুয়া' বলে স্লোগান দেন।

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

1h ago